ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানির শেষ দিন আজ রোববার (১৮ জানুয়ারি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, আজ অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। এখন পর্যন্ত কমিশন ৪০০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে, বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি স্থগিত রয়েছে। গত শনিবার অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি হয়, যার মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং গ্রহণের বিরুদ্ধে ২টি আপিল গৃহীত হয়। একই দিনে ৩৭টি আপিল নামঞ্জুর হয়, ৯টি আবেদন প্রত্যাহার করা হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। এছাড়া ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়।
গত ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।



