মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে ১২টির শুনানি, মঞ্জুর ৬টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় ১২টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছয়টি আপিল মঞ্জুর, পাঁচটি নামঞ্জুর করা হয়েছে এবং একজন প্রার্থী শুনানিতে অনুপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়। সকাল ১০টা ৪৫ মিনিটে প্রথম বিরতি দেওয়া হয়।
আপিল শুনানিতে বিভিন্ন আসনের কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিলের কারণ তুলে ধরা হয়। জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মন্ডলের ক্ষেত্রে দ্বৈতচয়নের ভোটার তালিকায় গরমিল থাকায় মনোনয়ন বাতিল বহাল রাখা হয়। নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমান এক শতাংশ ভোটারের কোটা পূরণে ব্যর্থ হওয়ায় মনোনয়ন বাতিল হন।
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের বিরুদ্ধে ৩০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় ভুয়া স্বাক্ষর পাওয়ায় মনোনয়ন বাতিল বহাল থাকে। একইভাবে জামালপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ার বেগমের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় কোনো স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।
এদিকে কুমিল্লা-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান আপিল শুনানিতে এখনও পর্যন্ত অনুপস্থিত রয়েছেন।



