ফেব্রুয়ারিতে বেইজিং-ঢাকা রুটের দুটি ফ্লাইট বাতিল করল এয়ার চায়না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
চীনের বেইজিং থেকে ঢাকা রুটের দুটি ফ্লাইট বাতিল করেছে এয়ার চায়না। আগামী ১৭ ও ১৯ ফেব্রুয়ারি নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
সোমবার এক বার্তায় এয়ার চায়না জানায়, অপারেশনাল কারণে ফেব্রুয়ারিতে তাদের দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
বাতিল হওয়া ফ্লাইটের কারণে ওই দিনগুলোতে বেইজিং থেকে ঢাকা এবং ঢাকা থেকে বেইজিং—দুই দিকের ফ্লাইটই বন্ধ থাকবে।
ফ্লাইট বাতিলের ফলে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ার চায়না। একই সঙ্গে যাত্রীদের রিবুকিং, টিকিটের মূল্য ফেরত বা অন্যান্য সহায়তার জন্য সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি কিংবা এয়ারলাইনের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে বলা হয়েছে।



