মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি: দ্বিতীয় দিনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ দ্বিতীয় দিনে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুতগতিতে শুনানি শেষ হয়—প্রথম ৩২ মিনিটেই নির্ধারিত ১২ জন প্রার্থীর আপিলের নিষ্পত্তি করা হয়।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়। নির্ধারিত স্লটে থাকা ১২ জনের মধ্যে ১০ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একজনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং আরেকটি আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য পেন্ডিং রাখা হয়েছে।
যাদের আপিল মঞ্জুর হয়েছে তারা হলেন— চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান।
অন্যদিকে কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল শুনানি পেন্ডিং রাখা হয়েছে। ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।



