Logo
Logo
×

জাতীয়

তাসনিম জারাসহ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

তাসনিম জারাসহ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন প্রার্থী। তবে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে, যাকে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির প্রথম দিনে মোট ৭০টি আবেদন নিষ্পত্তি করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার শুনানিতে উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, আপিল আবেদন মঞ্জুর হয়েছে ৫২টি, নামঞ্জুর হয়েছে ১৫টি। শুনানিতে অনুপস্থিত ছিলেন দুজন, তাদের আবেদনও নামঞ্জুর করা হয়েছে। এছাড়া তিনটি আবেদন এখনো পেন্ডিং রয়েছে।

আপিল মঞ্জুর হওয়ায় জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জমানের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করলেও আপিলে তা বাতিল হয়েছে।

এবার নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৪২ জনে।

তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন