Logo
Logo
×

জাতীয়

শপথ নিলেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

শপথ নিলেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় কাজ করার আগের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেছেন, যে দেশের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত, সেই বাংলাদেশে আবার ফিরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শপথগ্রহণের পর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বার্তায় নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানায়।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। দূতাবাসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, তার নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে তিনি দুই দেশের সম্পর্ক আরও গভীর ও দৃঢ় করতে চান। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আগামী ১২ জানুয়ারি নবনিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূতের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের ১৭তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন