Logo
Logo
×

জাতীয়

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতিহাস, ডাকযোগে ভোটে নিবন্ধন ছাড়াল ১৫ লাখ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতিহাস, ডাকযোগে ভোটে নিবন্ধন ছাড়াল ১৫ লাখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। এই প্রথমবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ড সংখ্যক ভোটার ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়ায় পুরুষ ভোটারদের অংশগ্রহণ তুলনামূলক বেশি ছিল। মোট নিবন্ধনকারীর মধ্যে ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন পুরুষ এবং ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন নারী ভোটার।

বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পান। ইসি সূত্রে জানা গেছে, প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এরপর রয়েছে মালয়েশিয়া (৮৪ হাজার ২৯২ জন), কাতার (৭৬ হাজার ১৩৯ জন) ও ওমান (৫৬ হাজার ২০৭ জন)। ইতোমধ্যে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

শুধু প্রবাসীরাই নয়, নিজ কর্মস্থল বা নির্বাচনী এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য চালু থাকা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতেও ব্যাপক সাড়া মিলেছে। এ ক্যাটাগরিতে মোট ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন নাগরিক নিবন্ধন করেছেন।

জেলা ভিত্তিক নিবন্ধনে কুমিল্লা শীর্ষে রয়েছে। এ জেলায় নিবন্ধন করেছেন ১ লাখ ১২ হাজার ৯০ জন ভোটার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ঢাকা (১ লাখ ৮ হাজার ৭৫৫ জন) ও চট্টগ্রাম (৯৫ হাজার ২৯৭ জন)। সংসদীয় আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ আসনে ১৬ হাজার ৯৩ জন এবং চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন ভোটার নিবন্ধন করেছেন।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না। তিনি বলেন, ভোটারদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাওয়া গেছে এবং যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, তারা আগামী ১০ জানুয়ারির মধ্যেই তা হাতে পাবেন।

এদিকে নির্বাচন কমিশন ভোটারদের সতর্ক করে জানিয়েছে, পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের ব্যক্তিগত দায়িত্ব। ব্যালটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থায়ীভাবে ব্লক করা হতে পারে। পাশাপাশি প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাদের কাছে সঠিক ঠিকানা দেওয়ার জন্য পুনরায় বার্তা পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন