Logo
Logo
×

জাতীয়

মুস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

মুস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা ও অনুষ্ঠান প্রচার এবং সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এতে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। তাই জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

এর আগে কয়েকদিন ধরে মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছিল। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিল। এর ধারাবাহিকতায় গত শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন