নবম পে স্কেল নিয়ে অনিশ্চয়তায় ফের আন্দোলনে সরকারি কর্মচারীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
ছবি : সংগৃহীত
নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও ক্ষোভের মধ্যেই আন্দোলনে নতুন মোড় নিয়েছে সরকারি কর্মচারীরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিলেন তারা। তবে একাধিকবার আলটিমেটাম দেওয়ার পরও পে কমিশন নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ দাখিল না করায় ফের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী সংগঠনগুলো।
আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবেন সরকারি কর্মচারীরা। জানা গেছে, নতুন বছরের শুরুতেই ধারাবাহিক কর্মসূচি আসতে পারে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক এক থেকে দুই ঘণ্টার কর্মবিরতি। কর্মসূচির ধরন ও তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানিয়েছে, চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচি দেওয়া হবে না। সংগঠনের নেতারা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা ইচ্ছেমতো কর্মসূচি দিতে পারেন না। বিধিমালার মধ্যেই সব কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন ও সুযোগ-সুবিধা বাড়াতে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে। ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপনও জারি করা হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তখন নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছিলেন। তবে গত নভেম্বর মাসে তিনি জানান, নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এ বক্তব্যের পর থেকেই কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বেড়ে যায়।



