আগামী ৩০ জুন পর্যন্ত মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহণ হিসেবে মেট্রোরেলকে আরও জনপ্রিয় করতে এ সেবার ওপর আরোপিত ভ্যাটের অব্যাহতির মেয়াদ বাড়িয়েছে সরকার। মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন করের (ভ্যাট) বিদ্যমান অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে সরকার গত ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে।
এ সিদ্ধান্তের ফলে যাত্রীদের জন্য মেট্রোরেলে ভ্রমণ আরও সাশ্রয়ী হবে এবং রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় মেট্রোরেলের ব্যবহার আরও বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।



