Logo
Logo
×

জাতীয়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ এএম

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়।

এর আগে গত ২১ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছিল।

ইসি জানায়, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে দিকনির্দেশনা দিতে এ ব্রিফিং আয়োজন করা হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, আইন সবার জন্য সমান, অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, দেশ এখন যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে হবে। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখাতে চায় ইসি।

সম্প্রতি নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গেও বৈঠক করেছে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন