ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন করলেন ভারতের হাইকমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে তিনি ভিসা সেবার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং আবেদনকারীদের সঙ্গে কথা বলেন।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, গত সপ্তাহে হাইকমিশন ও এর স্থাপনাগুলোতে গুরুতর হুমকির কারণে আইভ্যাকের কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরে পুনরায় চালু করা হয় এবং বাতিল হওয়া অ্যাপয়েন্টমেন্টের আবেদনকারীদের জন্য বিকল্প স্লট নির্ধারণ করা হয়েছে।
হাইকমিশন জানায়, অনেক আবেদনকারী গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। মানবিক প্রয়োজন বিবেচনায় এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন সত্ত্বেও ঢাকা, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা কেন্দ্র চালু রাখা হয়েছে। তবে চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রয়েছে। ১৮-১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সহকারী হাইকমিশনের প্রবেশপথে হামলা ও ভাঙচুরের হুমকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিদর্শনের সময় আইভ্যাক কর্মকর্তারা বিপুল পরিমাণ জাল নথি জমা দেওয়ার ঘটনা এবং দালালদের কারণে ভিসা সার্ভারে কৃত্রিম ট্রাফিক সৃষ্টি হয়ে সাধারণ আবেদনকারীরা স্লট থেকে বঞ্চিত হওয়ার সমস্যা তুলে ধরেন। হাইকমিশনার এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।



