Logo
Logo
×

জাতীয়

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব বিশ্লেষণে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য উদঘাটন করেছে সিআইডি।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এই লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী অর্থপাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি।

গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ফরেনসিক পরীক্ষাসহ নানা দিক নিয়ে তদন্ত চলছে।

অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনো গ্রেফতার না হলেও তার পরিবারের সদস্য ও সহযোগীদের ইতোমধ্যে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার অভিযানে পাওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ে প্রায় ২১৮ কোটি টাকার লেনদেনের রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে চূড়ান্তভাবে সম্পন্ন হওয়া লেনদেনের পরিমাণ ১২৭ কোটি টাকা, যা মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করছে সিআইডি।

এছাড়া অভিযুক্ত ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থের মূল উৎস চিহ্নিত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ নেটওয়ার্ক সক্রিয় ছিল কি না তা খতিয়ে দেখতে একাধিক টিম কাজ করছে।

সিআইডি জানিয়েছে, অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে মূলহোতাকে গ্রেফতার এবং পুরো অপরাধচক্র উন্মোচনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন