Logo
Logo
×

জাতীয়

ছায়ানটে হামলা–অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

ছায়ানটে হামলা–অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০

ঢাকার ধানমন্ডিতে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) রাতে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করেছেন।

ছায়ানট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতে দুর্বৃত্তরা ছায়ানট ভবনে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা ও বিভিন্ন কক্ষ ভাঙচুর করে এবং একাধিক স্থানে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি।

ঘটনার পর ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন