Logo
Logo
×

জাতীয়

ওসমান হাদির জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা, সংসদ ভবনে দায়িত্বে ৮৭০ আনসার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এএম

ওসমান হাদির জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা, সংসদ ভবনে দায়িত্বে ৮৭০ আনসার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ৮৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আনসার সদস্যদের নিয়ে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয়।

জানা গেছে, জানাজার নিরাপত্তায় তিন স্তরের আনসার বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও টিডিপি স্বেচ্ছাসেবক মিলিয়ে মোট ৮৭০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তদারকিতে থাকবেন ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক এবং ১২ জন উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা।

প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী বলেন, ওসমান হাদির জানাজায় নিরাপত্তার দায়িত্বে ব্যাটালিয়ন আনসার থাকবেন ২৭০ জন, অঙ্গীভূত আনসার ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবক ২০০ জন।

তিনি আরও বলেন, সংসদ ভবনের পূর্ব পাশের মাঠ সুরক্ষিত রাখা আমাদের মূল দায়িত্ব। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং কেউ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে না পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন