ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে জানাজা দুপুর আড়াইটায় হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
পোস্টে জানাজায় অংশগ্রহণকারীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করে বলা হয়েছে, কেউ যেন কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করেন। একইসঙ্গে জানানো হয়েছে, জানাজার সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।



