Logo
Logo
×

জাতীয়

নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করল সরকার

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করল সরকার

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনগণভোটকে সামনে রেখে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম দেশের সার্বিক পরিস্থিতি, নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন অংশীদার ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের অবহিত করেন।

ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন সংসদ নির্বাচন ঘিরে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। এছাড়া নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত এবং বিভিন্ন দেশকে পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিফিংয়ে ঢাকাস্থ প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন। সভায় দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে নিশ্চিত করা হয়

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বশস্ত্র বাহিনী এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় সদা সতর্ক ও সচেষ্ট রয়েছে। এ প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন