Logo
Logo
×

জাতীয়

বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে : আসিফ নজরুল

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে : আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

বিদেশে কর্মসংস্থানে যাওয়ার ক্ষেত্রে সব কার্যাবলি ডিজিটালাইজেশন করার ফলে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আগে প্রবাসী কর্মীদের কাছ থেকে শত শত কোটি টাকা অবৈধভাবে আদায় করা হতো। বিদেশগামীদের সঙ্গে নানাভাবে দুর্নীতি করা হতো। আমরা এসব বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।

তিনি জানান, এ উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। তাদের সহায়তায় ‘ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ নামে একটি সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে বিদেশে যাত্রার পুরো প্রক্রিয়া শতভাগ ডিজিটাল হয়েছে। এতে দুর্নীতি ও হয়রানির সুযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে।

উপদেষ্টা বলেন, প্রবাসী ভোটার হিসেবে যারা নিবন্ধন করেছেন, তারা এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো রুটিন কাজের বাইরে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও এগুলো এখনো পর্যাপ্ত নয় বলে তিনি স্বীকার করেন।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই চুক্তির পূর্ণ প্রভাব এখনই বোঝা না গেলেও ভবিষ্যতে এর ইতিবাচক ফল পাওয়া যাবে। সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে অন্য কোনো দেশের সঙ্গে এমন চুক্তি হয়নি; কেবল বাংলাদেশের সঙ্গেই হয়েছে।

মালয়েশিয়া প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, আগে শ্রমিকদের একক ভিসা দেওয়ার কারণে তারা দেশে ফিরে আসতে পারতেন না। বিভিন্ন প্রচেষ্টার ফলে এটি মাল্টিপল ভিসায় রূপান্তর করা সম্ভব হয়েছে, যা এই প্রথম। একই সঙ্গে সেখানে সক্রিয় সিন্ডিকেটগুলোকে সম্পূর্ণ ডিলিস্টিং করা হয়েছে এবং অবৈধ মুনাফা বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখনো অনেক কাজ বাকি আছে। তবে ভবিষ্যতের সরকার যদি দেশের মানুষের প্রতি ন্যূনতম ভালোবাসা, ঈমান ও কৃতজ্ঞতা রাখে, তাহলে প্রবাসীদের কল্যাণে আরও অনেক দূর এগোনো সম্ভব হবে।

বিদেশ ড. আসিফ নজরুল আইন উপদেষ্ট

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন