Logo
Logo
×

জাতীয়

নির্বাচন নিয়ে সংশয় দূর করার আহ্বান সিইসির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

নির্বাচন নিয়ে সংশয় দূর করার আহ্বান সিইসির

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আইনশৃঙ্খলা অবনতি কোথায়? মাঝেমধ্যে দুই-একটা খুনখারাবি হয়। যেমন হাদির ঘটনা ঘটেছে, এগুলো আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি।”

তিনি আরও বলেন, অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, “এ ধরনের ঘটনা বাংলাদেশে সবসময়ই ঘটেছে, এটা নতুন কিছু নয়।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন