Logo
Logo
×

জাতীয়

জুলকারনাইনের তথ্য

আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন হাদির শ্যুটার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম

আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন হাদির শ্যুটার

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইকচালক আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থান করছেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার এক ফেসবুক পোস্টে তিনি জানান, ফয়সালের ফোন নম্বর পাওয়া গেছে। এর আগে ফয়সাল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে পৌঁছানোর পর তাকে পালাতে সহায়তা করেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবই ফয়সালের জন্য একটি ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে দেন।

সায়ের লিখেছেন, “বিশেষ গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর বিপ্লব তাকে এই নম্বরটি (+৯১৬০০১৩৯৪০**) জোগাড় করে দেন।”

তিনি আরও দাবি করেন, ওই নম্বর ব্যবহার করে ফয়সাল ঘনিষ্ঠ মহলে নিজের উপস্থিতি জানান দেন। গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের সেলফি পাঠান তিনি। এর একটি ইন্টারসেপ্ট করে পাওয়া ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন