Logo
Logo
×

জাতীয়

শরিফ ওসমান হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

শরিফ ওসমান হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত দায়িত্ব নিয়ে তথ্য মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে রিজওয়ানা হাসান বলেন, মানুষকে ভয় দেখানো এবং নির্বাচনের পরিবেশকে দুর্বল করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাধ্যমে এই হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক আক্রমণের যথাযথ জবাব দেবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় রয়েছে। এই সমন্বয় না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে বিকৃত তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করে রিজওয়ানা হাসান বলেন, কেউ যেন ভুল বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র চর্চায় গণমাধ্যম সব সময়ই বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তবে জুলাই আন্দোলনের সময় সেই ভূমিকার ব্যত্যয় ঘটেছে। তিনি বলেন, তখন গণমাধ্যম সঠিক তথ্য প্রচার করতে পারেনি, পারেনি বা করতে দেওয়া হয়নি।

রিজওয়ানা হাসান আরও বলেন, তথ্য অবশ্যই অবাধ ও বস্তুনিষ্ঠ হতে হবে, বিকৃত নয়। তিনি শক্তিশালী ও গণমুখী গণমাধ্যম দেখতে চান উল্লেখ করে বলেন, তথ্যের খণ্ডিত বা বিকৃত উপস্থাপন যেন না হয়, সেটিই তার প্রত্যাশা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন