ইসির অনুমতি ছাড়া বদলি করতে পারবে না মন্ত্রিপরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি না করার নির্দেশ দিয়েছে কমিশন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এসব কর্মকর্তা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়াও প্রয়োজনে বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী নির্বাচনের কাজে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব। নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে ফলাফল ঘোষণার ১৫ দিন পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা ছুটি দেওয়া যাবে না।
এদিকে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট ব্যবস্থার ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সচিবদের প্রতি আলাদা চিঠি পাঠিয়েছে ইসি। প্রকল্প পরিচালক ও ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারী, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও ডাকযোগে ভোট দিতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়, ডাকযোগে ব্যালট পেতে আগ্রহী ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সঠিক ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে নির্বাচন কমিশন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠাবে। এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, এ পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের মতে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হলে নির্বাচন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক হবে।



