ঢাকায় শীতের পদচারণা আরও স্পষ্ট হচ্ছে। সপ্তাহের ব্যবধানে শহরের ভোর যেন ঠান্ডার নরম কামড়ে জেগে উঠছে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সেই সাথে বিভিন্ন এলাকার আড়ালে লুকিয়ে থাকা কুয়াশা ভোরের বাতাসে যোগ করেছে বাড়তি শীতল পরশ।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দিনভর আকাশ থাকবে ধু-ধু পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে, যা শীতের অনুভূতিকে আরও গাঢ় করতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই বলেও জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ১৬ ডিগ্রি। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে, বুধবার রাতে প্রকাশিত সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ আজ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।



