Logo
Logo
×

জাতীয়

পদত্যাগ করলেন আসিফ ও মাহফুজ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

পদত্যাগ করলেন আসিফ ও মাহফুজ

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ ও আসিফ। পদত্যাগের আগে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- এলজিআরডি- এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ২৩ জন সদস্য। তাদের মধ্য থেকে এরই মধ্যে তিনজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।

সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন আরেক ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম। তিনি গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন- যে দলটি গঠন করেছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা।

মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করতেন। গত বছরের ২৮ আগস্ট তিনি ওই পদে নিয়োগ পান। পরে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে আসিফ মাহমুদ প্রথমদিকে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রয়াত এ এফ হাসান আরিফকে সরিয়ে গত নভেম্বরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনি এলজিআরডি এবং যুব ও ক্রীড়া- দুই মন্ত্রণালয়ের দায়িত্বই পালন করেছেন।

দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো ২১ জনে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন