Logo
Logo
×

জাতীয়

নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে সরকার: আসিফ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে সরকার: আসিফ

ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চান। তবে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না— সে বিষয়ে তিনি এখনই কিছু বলতে চান না। বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যথাসময়ে জানানো হবে বলে জানান তিনি।

বুধবার (১০ ডিসেম্বর)  বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত বছরের ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে শপথ নেন আসিফ মাহমুদ। প্রথমে তার ওপর ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও পরে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও অর্পণ করা হয়।

সংবাদ সম্মেলনে নিজের দায়িত্ব পালনকালে অর্জিত বিভিন্ন সাফল্যের বিবরণ তুলে ধরেন তিনি। নির্বাচন করবেন কি না— এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “আমি নির্বাচন করবো— এটা পরিষ্কার। তবে কোন দল থেকে বা কোথা থেকে করবো, সেটা পরে আলোচনা হবে।”

পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমার বলার এখতিয়ার নয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই জানানো হবে। একটু অপেক্ষা করতে হবে।”

তিনি আরও জানান, দু’একদিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা ঠিক নয় বলে তিনি পূর্বেও মত প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আইনগত বাধ্যবাধকতা না থাকলেও আমি নিজেও মনে করি উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। আমি সিস্টেমের মধ্যে আছি, সেভাবেই চলতে হবে।”

তবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না— এমন প্রশ্নে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন