৩১ সিনিয়র সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। এজন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী তাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এর মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন বিকেল থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি করা কর্মকর্তার দফতর বা কর্মস্থল এরইমধ্যে পরিবর্তন হলে তিনি কর্মরত দফতরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।



