Logo
Logo
×

জাতীয়

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, সাধারণ মানুষের স্বস্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, সাধারণ মানুষের স্বস্তি

ছবি : সংগৃহীত

পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না—এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে তদন্তের নামে হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগ থাকলেও এবার সেই প্রক্রিয়া বাতিল হওয়ায় আবেদনকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

রোববার রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, আগের মতো ভিড় নেই। ছবি তোলা শেষে আবেদনকারীরা হাসিমুখে বের হচ্ছেন। আবেদনকারীরা জানান, পুলিশি প্রতিবেদন বাতিল হওয়ায় পাসপোর্ট প্রক্রিয়া দ্রুততর হয়েছে এবং হয়রানি কমেছে।

পাসপোর্ট অফিস জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন বন্ধ হওয়ায় অপেক্ষমাণ প্রায় এক লাখ আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া সহজ হয়েছে। আগে পুলিশি প্রতিবেদনের বিলম্বে এসব আবেদন ঝুলে ছিল।

রাজধানীর মিরপুরের বাসিন্দা আলামিন বলেন, “আমরা এ দেশের নাগরিক, জাতীয় পরিচয়পত্র আছে। অপরাধ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু পাসপোর্টের জন্য পুলিশ তদন্তে আসা অযৌক্তিক। এই নিয়ম বাতিল হওয়ায় মানুষের ভোগান্তি কমেছে।”

তবে প্রথমবার পাসপোর্ট করতে আসা নাজমুন নাহার অর্পিতা মনে করেন, আবেদনকারীর তথ্য যাচাইয়ের জন্য তদন্ত প্রয়োজন হলেও পুলিশি হয়রানি ছিল দুঃখজনক।

সিরাজগঞ্জের মেহেদী হাসান জানান, “পুলিশি তদন্ত তুলে দেওয়ায় একধাপ হয়রানি কমেছে। আগে এ কারণে পাসপোর্ট অফিস নিয়ে মানুষের মনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল।”

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ শিহাব উদ্দিন খান বলেন, “জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও পুলিশি প্রতিবেদনের বিলম্বে আবেদনকারীরা পাসপোর্ট পেতে দেরি করতেন। এতে জনসাধারণের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল। এখন মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ প্রতিবেদন শিথিল করায় অপেক্ষমাণ প্রায় এক লাখ আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। দালাল ও প্রতারকের দৌরাত্ম্যও কমেছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করে জানায়, নতুন পাসপোর্টের আবেদনে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন