চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা আরও বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার সরাতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে। প্রবাসী ভোটারদের জন্য সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো শুরু হবে।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে বলেও জানান তিনি।



