পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থায় প্রবাসীসহ আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের জন্য চলছে নিবন্ধন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন ১ লাখ ৯৩ হাজার ৫১৪ জন।
ইসির অ্যাপের তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৫৬৩ জন এবং নারী ১৮ হাজার ৯৫১ জন। নিবন্ধন শেষ হওয়ার পর ইসি ব্যালট পেপার ডাকযোগে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় পাঠিয়ে দেবে। ভোট সম্পন্ন করে ফিরতি ডাকযোগে ব্যালট পাঠাতে হবে রিটার্নিং কর্মকর্তার কাছে।
গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়া চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ইসির লক্ষ্য, এ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করা।
দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া, চিলি, তাইওয়ান, আর্জেন্টিনা, লিবিয়া, মিশর, মরিশাস, হংকংসহ বিভিন্ন দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে।
ইসি জানায়, নিবন্ধন সম্পন্ন হলে ডাকযোগে প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো হবে এবং তারা ভোট দিয়ে তা ফিরতি খামে পাঠিয়ে দেবেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এ কার্যক্রম এগিয়ে নিচ্ছে কমিশন।



