Logo
Logo
×

জাতীয়

প্রবাসীরা নিবন্ধন ছাড়া ৬০ দিন বিদেশি স্মার্টফোন ব্যবহার করতে পারবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম

প্রবাসীরা নিবন্ধন ছাড়া ৬০ দিন বিদেশি স্মার্টফোন ব্যবহার করতে পারবেন

প্রবাসীরা দেশে আসার পর তাদের সঙ্গে আনা স্মার্টফোন ৬০ দিন পর্যন্ত নিবন্ধন ছাড়াই ব্যবহার করতে পারবেন। তবে এর বেশি সময় দেশে অবস্থান করলে ফোন নিবন্ধন বাধ্যতামূলক হবে। বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসীর বিএমইটি নিবন্ধন কার্ড রয়েছে, তারা কোনো শুল্ক ছাড়া তিনটি স্মার্টফোন আনতে পারবেন। তবে চতুর্থ ফোন থেকে শুল্ক দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোন ছাড়াও মাত্র একটি অতিরিক্ত ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন।

এ সময় মোবাইল কেনার বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বিদেশি বিমানবন্দরে চোরাচালানি চক্র সাধারণ প্রবাসীদের চাপ প্রয়োগ করে স্বর্ণ বা দামি ফোন পার করে নেওয়ার চেষ্টা করে থাকে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ পথে মোবাইল আমদানির শুল্কহার কমাতে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসি আলোচনা চালাচ্ছে। বর্তমানে প্রায় ৬১ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে, যা উল্লেখযোগ্যভাবে কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বৈধভাবে আমদানি করা ফোনের দাম কমবে।

অন্যদিকে, শুল্ক কমানোর বিষয়ে স্মার্টফোন ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুল্ক কমালে স্থানীয় অ্যাসেম্বলিং কারখানাগুলোর শুল্ক ও ভ্যাটও সমন্বয় করতে হবে, নাহলে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে ক্লোন ফোন, চুরি বা ছিনতাই করা মোবাইল এবং রিফারবিশড ডিভাইস আমদানি বন্ধ করা হবে। ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা বৈধ আইএমইআইযুক্ত স্টক ফোন বিটিআরসিতে তালিকা জমা দিয়ে কম শুল্কে বৈধ করা যাবে। তবে ক্লোন ও মেরামত করা ফোন এ সুবিধা পাবে না।

আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআর)। এটি চালু হলে অবৈধ আমদানি, চোরাচালান, ক্লোন মোবাইল এবং বিদেশি পুরোনো ফোনের ডাম্পিং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বলে জানায় মন্ত্রণালয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন