Logo
Logo
×

জাতীয়

আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক পথচলার টোন সেট করবে: ইসি সানাউল্লাহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক পথচলার টোন সেট করবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক যাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ টোন-সেটিং মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কমিশন এখন সেটিকে পুনরায় অর্থবহ ও গ্রহণযোগ্য পথে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে এ কাজ শুধু কমিশনের পক্ষে সম্ভব নয়; সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

ভোট দিতে সময় লাগার প্রসঙ্গে সানাউল্লাহ জানান, এবার দুটি ব্যালটে ভোট হবে। মক ভোটিংয়ে দেখা গেছে, একজন ভোটার গড়ে তিন মিনিট ৫২ সেকেন্ড সময় নিচ্ছেন। ব্যালট না পড়ে ভোট দিলে লাগে দুই মিনিট, আর পড়ে ভোট দিলে সময় লাগে সাত থেকে আট মিনিট। এই বাস্তবতার মধ্যেই বুথ বা কেন্দ্র না বাড়িয়েই ভোট ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সুবিধার জন্য কিউআর কোডের ব্যবস্থা রাখার পরিকল্পনার কথাও জানান নির্বাচন কমিশনার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন