Logo
Logo
×

জাতীয়

সারা দেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পিএম

সারা দেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ছবি : সংগৃহীত

সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তামিলনাডু-অন্ধ্র উপকূলে অবস্থান করছিল। এটি আরও দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে—

মঙ্গলবার (২ ডিসেম্বর): আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর): আবহাওয়া শুষ্ক থাকবে, ভোরে উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর): আবহাওয়া শুষ্ক থাকবে, ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (৫ ডিসেম্বর): আবহাওয়া শুষ্ক থাকবে, ভোরে উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৬ ডিসেম্বর): আবহাওয়া শুষ্ক থাকবে, ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন