Logo
Logo
×

জাতীয়

তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস পাবেন: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস পাবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক সেশনে তিনি এ কথা বলেন। সেশনের বিষয় ছিল— বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন তা সরকার জানে না। তবে দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকাবে—এটি অস্বাভাবিক।

বাংলাদেশে জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তন এসেছে, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে তা মানিয়ে নিতে সময় লাগছে বলে মন্তব্য করেন তিনি। আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে কার্যকর সম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে এ বিষয়ে দিল্লি কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি এবং তাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক বাধাগ্রস্ত হবে না। তবে তিনি দণ্ডিত হওয়ায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে তাকে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন