Logo
Logo
×

জাতীয়

‘পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না’

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

‘পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না’

ছবি : সংগৃহীত

‘জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে হাল ছাড়া যাবে না। যার যা অন্তরে চায়, যে জিনিস রক্তের মধ্যে নিয়ে জন্মেছেন- তা করতে হবে। সেটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে সেখানে শ্রেষ্ঠ হবেন। পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না।’

শনিবার (২৯ নভেম্বর) সাভারে ব্র্যাক সিডিএমে ‘কার্নিভাল অব চেজ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্যে সাহিত্যিক, শিক্ষাবিদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসান।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষের আনন্দকে কখনো বাধা দিতে হয় না। কিন্তু আমাদের অভিভাবকরা বাধা দেন। আমার ইচ্ছে সাহিত্য পড়তে, অভিভাবকরা পড়তে বলেন অ্যাকাউন্টিং।

তিনি আরও বলেন, পুরস্কারের আশায় কিছু করলে জীবনে জয়ী হওয়া যাবে না। নেশার জন্য করতে হবে। আত্মা কী চায়- তা জিজ্ঞেস করতে হবে। মানুষের মধ্যে ভয়ংকর বৈচিত্র আছে। একজন মানুষের মধ্যে অনেক মানুষ থাকে। সেই মানুষের মধ্যে যে মানুষটা বেশি শক্তি রাখে তাকে অনুসরণ করতে হবে। মানুষ যা মন দিয়ে করবে সেখানে বিজয়ী হবে।

এদিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণ প্রজন্মের ভাবনা, তাদের উদ্ভাবন আর নানা উদ্যোগের প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়েছে দুই দিনব‍্যপী ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৫’। তরুণ প্রজন্মের নেতৃত্ব, সৃজনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিতে বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২৫০ জনেরও বেশি তরুণ-তরুণী অংশ নেন।

শনিবার প্রথম দিন ছিল তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি মতবিনিময়, আলোচনা ও কর্মশালাসহ নানা আয়োজন। এদিন চূড়ান্ত পর্বে মনোনীত ১২টি প্রকল্পের মধ্য থেকে সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা ও স্বীকৃতি হিসেবে তিনটি উদ্যোগকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন