Logo
Logo
×

জাতীয়

ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে: সিইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়ন করতেই কাজ করছি।

মক ভোটের লক্ষ্য সম্পর্কে তিনি জানান, আদর্শ একটি পোলিং সেন্টারের পরিবেশ বাস্তবে কেমন হয়—ভোটারদের সারিবদ্ধতা থেকে শুরু করে পোলিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের ভূমিকা পর্যন্ত—সবকিছুই现场 অনুশীলনের মাধ্যমে যাচাই করা হচ্ছে। প্রথমবারের ভোটারসহ যাঁদের ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই, তাঁরাও এতে হাতে–কলমে ধারণা পাচ্ছেন।

নির্বাচনের পাশাপাশি এবার গণভোটও থাকায় সময় ব্যবস্থাপনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের প্রচলিত সময় বিবেচনায় আজকের রিয়েল-টাইম মূল্যায়নেই নির্ধারিত হবে ৪২ হাজার ৫০০ পোলিং সেন্টার যথেষ্ট কি না, বা বুথ বাড়ানোর প্রয়োজন আছে কি না।

বুথ বাড়ানোর সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, এতে অতিরিক্ত জনবল, ব্যালট বাক্স ও লজিস্টিক ব্যয় যুক্ত হলেও কমিশন খরচ নয়, বরং জনগণের সুবিধাকেই অগ্রাধিকার দেবে।

মক ভোটে অনেককে দেড় ঘণ্টা সারিতে দাঁড়িয়ে থাকতে হওয়া প্রসঙ্গে সিইসি বলেন, এটি বাস্তব অভিজ্ঞতার অংশ। আজকের মূল্যায়নে ঘাটতিগুলো চিহ্নিত করে সংশোধন করা হবে।

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে সিইসি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনীসহ সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোট হবে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’—এ প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্নগুলো আইন অনুযায়ী একত্রে বান্ডেল করা হয়েছে; আলাদা করে ভোট দেওয়ার সুযোগ নেই। এটি রাজনৈতিকভাবে নির্ধারিত, যোগ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন