ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সুনির্দিষ্ট সময়, স্থান বা মাত্রা আগে থেকে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী নির্ভরযোগ্যভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারেননি।
২০২৩ সালে তুরস্ক-সিরিয়া সীমান্তে শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানে একই ধরনের ভূমিকম্প হবে বলে গুজব ছড়ালেও তা বাস্তবে ঘটেনি।
যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল ব্রুনো বলেন, “এ মুহূর্তে এমন কোনো বিজ্ঞান বা প্রযুক্তি নেই যা ভূমিকম্পের নির্দিষ্ট সময়ের পূর্বাভাস দিতে পারে।” তিনি আরও জানান, বিজ্ঞানীরা নানা পদ্ধতি ব্যবহার করেও বিশ্বাসযোগ্য পূর্বাভাস দিতে সক্ষম হননি।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূপদার্থবিদ প্রফেসর এগিল হোকসনও বলেন, “ভূমিকম্প কখন হবে তা নির্দিষ্ট করে বলা এখনো সম্ভব হয়নি।”



