Logo
Logo
×

জাতীয়

আইনশৃঙ্খলা এখনো সন্তোষজনক নয়: সিইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম

আইনশৃঙ্খলা এখনো সন্তোষজনক নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ সন্তোষজনক না হলেও ভোটের আগেই পরিস্থিতির উন্নতি হবে। কেউ যদি ভোট প্রতিহত করার চেষ্টা করে, তাকে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীতে বিজিবি সদর দপ্তরে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় এসব কথা বলেন সিইসি। নির্বাচন–সংকটকালীন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়েই মূলত এ আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ।

সিইসি জানান, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কাজের বেশির ভাগই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে ইসির পক্ষ থেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিজিবি মোতায়েন করা হবে বলে জানান তিনি। সীমান্তবর্তী সাতটি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে সংস্থাটি। ভোটগ্রহণকে ঘিরে ভোটের আগে ও পরে মোট চার দিন দায়িত্ব পালন করবে তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন