Logo
Logo
×

জাতীয়

কার্গো ভিলেজে আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

কার্গো ভিলেজে আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটেছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, গত মাসের ১৮ তারিখে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে, কুরিয়ার শেডের ভেতরে ৪৮টি ছোট লোহার খাঁচার অফিস ছিল, যেখানে ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর, স্প্রিংলার বা অগ্নিনির্বাপক হাইড্রেন্টের কোনো ব্যবস্থা ছিল না। নিয়ম-নীতি উপেক্ষা করে সেখানে পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, পারফিউম ও বডি স্প্রে, ইলেকট্রনিক সামগ্রী, ব্যাটারি এবং ওষুধজাত কাঁচামালের মতো দাহ্য পণ্য স্তূপ করে রাখা হয়েছিল।

তদন্তে ৯৭ জন সাক্ষীর মৌখিক ও লিখিত জবানবন্দি গ্রহণ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ধরনের নাশকতা নয়, বরং বৈদ্যুতিক আর্কিং ও শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। কুরিয়ার শেডের উত্তর-পশ্চিম কোণের কয়েকটি খাঁচার মধ্যবর্তী স্থানে আগুন ছড়িয়ে পড়ে।

তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েটের বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিকের প্রতিবেদনে একইভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন