বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা চাই: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম
নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়—এ কাজে সবার যৌথ দায়িত্ব রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এ মন্তব্য করেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই সংলাপে সিইসি পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সিইসি বলেন, আমি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। সবসময় সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু এবার তা চলবে না। এখান থেকে শিক্ষা নিয়েই আমরা এগোতে চাই। তিনি জানান, এবারের নির্বাচনে ইসির নিজস্ব সুপারভাইজারি ও অফিসিয়াল মেকানিজম আরও শক্তিশালী করা হচ্ছে।
পর্যবেক্ষকদের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, আপনাদের চোখ দিয়েই আমরা নির্বাচনটি দেখতে চাই। যদি আপনাদের পর্যবেক্ষণ সঠিক না হয়, তাহলে আমাদের তথ্যও সঠিক হবে না। তিনি নতুন পর্যবেক্ষকদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে পর্যবেক্ষক সংস্থাগুলোকে অনুরোধ করেন।
তিনি বলেন, এবার পর্যবেক্ষকদের বয়সসীমা কমিয়ে ২১ করা হয়েছে। এদের অনেকেরই অভিজ্ঞতা কম। তাই আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে তাদের ওরিয়েন্টেশন ও ট্রেনিং দেওয়া। তারা যদি মাঠে দায়িত্বটি ঠিকভাবে পালন না করেন, তবে আমাদের কাছে ভুল বার্তা পৌঁছাবে।
সিইসি আরও জানান, পর্যবেক্ষকদের সঠিক প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের ওপরই নির্বাচনের সার্বিক মূল্যায়ন অনেকখানি নির্ভর করবে।



