Logo
Logo
×

জাতীয়

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : ইসি সানাউল্লাহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : ইসি সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন— নির্বাচনী প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে কাউকেই ন্যূনতম ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সানাউল্লাহ পর্যবেক্ষকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো ধরনের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষকদের তালিকা ইসিতে জমা দিতে হবে। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই; আমরা চাই কেবল মানসম্পন্ন, নিরপেক্ষ পর্যবেক্ষণ— যোগ করেন তিনি।

তিনি আরও জানান, কোনো বিদেশি নাগরিক দেশি কোনো সংস্থার হয়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না। বিদেশিদের অবশ্যই নিজস্ব নিয়মকানুন অনুসরণ করে বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করতে হবে।

পর্যবেক্ষকদের দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ করে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং পরের দিন—মোট তিন দিন পর্যবেক্ষকরা মাঠে কাজ করবেন।

জাল বা ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে সানাউল্লাহ জানান, পর্যবেক্ষকদের পরিচয়পত্রে কিউআর কোড (QR Code) ব্যবহার করা হবে, যা জালিয়াতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন