Logo
Logo
×

জাতীয়

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশীয় পর্যবেক্ষকদের সঙ্গে দিনব্যাপী সংলাপে ইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশীয় পর্যবেক্ষকদের সঙ্গে দিনব্যাপী সংলাপে ইসি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কমিশন অঙ্গীকারবদ্ধ। তিনি স্বীকার করেন, অতীতের অভিজ্ঞতা ও ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়েই কমিশন সামনে এগোতে চায়।

আমাদের এজেন্ডা একটাই—একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব, বলেন তিনি। সফল নির্বাচনের জন্য সবার সহযোগিতারও আহ্বান জানান সিইসি।

তিনি পর্যবেক্ষকদের মাঠপর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন। পাশাপাশি দুটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন—

১) নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান,

২) পর্যবেক্ষক নিয়োগে রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা।

সিইসি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন নিশ্চিত করতে এসব নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন