Logo
Logo
×

জাতীয়

ভূমিকম্প বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

ভূমিকম্প বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ভূমিকম্প প্রস্তুতি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারপ্রধানের দপ্তরে এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, গত শুক্র ও শনিবার (২১-২২ নভেম্বর) চার দফা ভূমিকম্পে দেশে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হওয়ার পর এ বৈঠক আহ্বান করা হয়।

শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে তিন জেলায় অন্তত ১০ জন নিহত হন এবং ছয় শতাধিক মানুষ আহত হন। রাজধানী ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।

শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে আরও তিনবার ভূমিকম্প অনুভূত হয়, যা জনমনে আতঙ্ক বাড়িয়ে তোলে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন