Logo
Logo
×

জাতীয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি চিঠি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি চিঠি

ছবি : সংগৃহীত

২৩ নভেম্বর প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ২১ নভেম্বরের ভূমিকম্পে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীনে থাকা কোন শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার প্রতিবেদন সোমবার (২৪ নভেম্বর) এর মধ্যেই ই-মেইলে পাঠাতে হবে।

নির্ধারিত ছক অনুযায়ী সচিত্র বিবরণসহ স্ক্যানকপি ও সফটকপি (Excel Nikosh font) [email protected] ঠিকানায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্যও আলাদাভাবে সংগ্রহ করা হচ্ছে।

নির্ধারিত টেমপ্লেট অনুযায়ী জেলাউপজেলা, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষতির ধরন ও বিবরণসহ পূর্ণাঙ্গ তথ্য ২৭ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। প্রতিবেদনের হার্ড কপি ও সফট কপি (Nikos ফন্টে প্রস্তুত এক্সেল শিট) পাঠাতে হবে পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন-এর ইমেইল [email protected] ঠিকানায়।

উল্লেখ্য, ২১ নভেম্বর সারা দেশে ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়, যার উৎপত্তি ছিল নরসিংদী এলাকায়

গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, বিভিন্ন জেলায় বহু শিক্ষা প্রতিষ্ঠানে ফাটলসহ ক্ষতির চিহ্ন দেখা গেছে।

এ পরিস্থিতিতে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির হিসাব দ্রুত সংগ্রহ করতেই এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন