Logo
Logo
×

জাতীয়

নির্বাচন সুষ্ঠু করতে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

নির্বাচন সুষ্ঠু করতে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন।

জবাবে শার্লি বচওয়ে আশ্বস্ত করে বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করবে। তিনি উল্লেখ করেন, কমনওয়েলথের ৫৬টি দেশ রয়েছে, যার মধ্যে জি–৭ ও জি–২০-এর সদস্যরাও অন্তর্ভুক্ত। ফলে পারস্পরিক সহযোগিতার অনেক সুযোগ তৈরি হয়।

কমনওয়েলথ মহাসচিব জানান, তিনি ইতোমধ্যে দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তিনি আশাবাদী বলেও মন্তব্য করেন।

এছাড়া তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগে কমনওয়েলথ বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন