আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ বিভিন্ন এলাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭। উৎপত্তিস্থল ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হন। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
ক্রমাগত ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।



