Logo
Logo
×

জাতীয়

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর ভূমিকম্পের আফটারশক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর ভূমিকম্পের আফটারশক

ছবি : সংগৃহীত

গাজীপুরের আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই এ কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এ কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, আশুলিয়ায় অনুভূত ভূমিকম্পটি আসলে নরসিংদীর পলাশে উৎপত্তি হওয়া গতকালের মাধবদীর ভূমিকম্পের আফটারশক। তিনি বলেন, আফটারশক ১০–২০ কিলোমিটার দূরেও হতে পারে।

তিনি আরও সতর্ক করে বলেন, গত ১০০ বছরে ঢাকায় এমন ভূমিকম্প হয়নি। শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন ছিলেন।

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে হওয়া ওই ভূমিকম্প বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে অনুভূত হয়। এর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করেছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা জোন–১ হিসেবে সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯ জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ, কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি উচ্চ ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী জোন–৩ এলাকায় পড়ে, যেখানে ঝুঁকি তুলনামূলকভাবে কম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন