যুবদল নেতা হত্যা মামলায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু, তদন্ত কমিটি গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় আটক মোক্তার হোসেন (৪০) ডিবি হেফাজতে মারা গেছেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টার দিকে খাবার খাওয়ার জন্য মোক্তারকে ডাকলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, পুলিশের নির্যাতনের কারণেই মোক্তার মারা গেছেন। তার স্ত্রী মুক্তা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের কালশী থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। শুক্রবার সকালে তাকে ডিবি অফিসে যেতে বলা হয়, পরে ঢামেক মর্গে গিয়ে স্বামীর মৃতদেহ দেখতে পান।
মুক্তা অভিযোগ করেন, “একজন সুস্থ মানুষকে ধরে নিয়ে গেল, পরে লাশ ফেরত দিল।” নিহতের ছেলে মৃদুল জানান, আটককালে বাবাকে মারধর করা হয়েছিল।
ডিএমপির ব্যাখ্যায় বলা হয়, যুবদল নেতা কিবরিয়া হত্যায় ব্যবহৃত অস্ত্র মোক্তারের হেফাজতে আছে বলে তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লবীতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে তার তথ্যের ভিত্তিতে একটি গ্যারেজ থেকে আটটি গুলি উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাতে অসুস্থ হলে মোক্তারকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসক ওষুধ দিয়ে ছাড়েন। শুক্রবার সকালে আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



