Logo
Logo
×

জাতীয়

সাবেক আইজিপি মামুন এখন সাধারণ কয়েদি, ডিভিশন–১ সুবিধা বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম

সাবেক আইজিপি মামুন এখন সাধারণ কয়েদি, ডিভিশন–১ সুবিধা বাতিল

ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত রাজসাক্ষী ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। দণ্ডিত হওয়ার কারণে কারাবিধি অনুযায়ী তার ডিভিশন–১ এর সুবিধা বাতিল হয়ে গেছে। এখন তিনি ডিভিশন–২ এর আওতায় থাকবেন এবং কয়েদির পোশাক পরতে হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানিয়েছেন, ডিভিশন–১ এ থাকা কোনো বন্দি সাজাপ্রাপ্ত হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন–২ এ স্থানান্তর করা হয়। সাজাপ্রাপ্ত কয়েদির পুনরায় ডিভিশন–১ সুবিধা পাওয়ার সুযোগ নেই। তবে মামুন চাইলে ডিভিশন সুবিধা বলবৎ রাখার জন্য আবেদন করতে পারেন। সরকার অনুমোদন দিলে তিনি ডিভিশন–২ সুবিধা পাবেন, অন্যথায় সাধারণ কয়েদি হিসেবেই থাকতে হবে।

কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, বিচারাধীন বন্দিদের সামাজিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতে ডিভিশন সুবিধা দেওয়া হয়। কারাবিধি অনুযায়ী তিন ধরনের ডিভিশন রয়েছে—ডিভিশন–১, ডিভিশন–২ ও ডিভিশন–৩। ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে ১ থেকে ১৮ নম্বর অবস্থানে থাকা সাবেক ব্যক্তিরা প্রথম শ্রেণির বন্দি হিসেবে ডিভিশন–১ পান। এছাড়া বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, সিআইপি, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি এবং প্রফেসর অব ইমিরেটাসরা এ সুবিধা পান। অন্যদিকে সামাজিক মর্যাদা, শিক্ষা ও অভ্যাসের কারণে উচ্চ মানের বন্দিদের ডিভিশন–২ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে দেড়শ’র বেশি মামলা রয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপরিদর্শক ছিলেন। ১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক ছিলেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন