কলোম্বো সিকিউরিটি কনক্লেভের বৈঠকে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী ১৯–২০ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কলোম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এ আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের জন্য ড. রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন আঞ্চলিক সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। চলতি বছরের এপ্রিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ার নির্বাচিত হন এবং তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগও চালিয়ে যাচ্ছেন।
এর আগে ড. খলিলুর রহমান চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না–ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। নয়াদিল্লিতে কলোম্বো সিকিউরিটি কনক্লেভে তার অংশগ্রহণ সরকারের পারস্পরিক লাভজনক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।



