তরুণদের শুধু দেশে নয়, বিশ্বেও সেরা হতে হবে : প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তরুণ প্রজন্মকে শুধু দেশের গণ্ডিতে নয়, বিশ্ব অঙ্গনেও শ্রেষ্ঠত্ব অর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীতে শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিশুরা নিজেদের নতুন করে আবিষ্কারের সুযোগ পায়। তাদের সৃজনশীলতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে— যেমন নতুন ব্যবসার ধারণা, ফ্যাশন ডিজাইন, বা খাবার তৈরির প্রতিযোগিতা।
তিনি আরও বলেন, প্রতিটি শিশুর মধ্যেই নানা প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। নতুন কুঁড়ির মতো আরও প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা বাড়ানো হবে।
এবারের নতুন কুঁড়ি প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিশু-কিশোর অংশ নেয়। তারা নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা ও অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিযোগিতা করে। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বাছাই শেষে সেরা দশ প্রতিযোগীকে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি’ উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে সূচনা হয়।



